সারোয়াতলী দরবারে বার্ষিক ওরশ আজ

| শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৯:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী সারোয়াতলী আল-হক দরবার শরীফের আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহসূফী আল্লামা সৈয়দ আবদুল হালিম শাহ্‌ (রহ.) এর ১৯তম বার্ষিক ওরশ আজ দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিম সারোয়াতলী দরবার শরীফে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে রয়েছে খতমে কোরআন, খতমে খাজেগানসহ বিভিন্ন খতম, হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা ও আখেরি মুনাজাত। ওরশ মাহফিলে দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন সারোয়াতলী আল-হক দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশিন শাহসূফী মাওলানা সৈয়দ জামাল উদ্দীন হোসাইন (ম.জি.আ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দরিদ্র জনগোষ্ঠীকে ছাগল প্রদান করল ছাত্রদল
পরবর্তী নিবন্ধকোয়ালিটি টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাদার্স একাডেমি চ্যাম্পিয়ন