বোয়ালখালী সারোয়াতলী আল-হক দরবার শরীফের আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহসূফী আল্লামা সৈয়দ আবদুল হালিম শাহ্ (রহ.) এর ১৯তম বার্ষিক ওরশ আজ দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিম সারোয়াতলী দরবার শরীফে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে রয়েছে খতমে কোরআন, খতমে খাজেগানসহ বিভিন্ন খতম, হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা ও আখেরি মুনাজাত। ওরশ মাহফিলে দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন সারোয়াতলী আল-হক দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশিন শাহসূফী মাওলানা সৈয়দ জামাল উদ্দীন হোসাইন (ম.জি.আ)। প্রেস বিজ্ঞপ্তি।












