সারোয়াতলী আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের যুগপূর্তি অনুষ্ঠান সম্প্রতি বোয়ালখালীস্থ সারোয়াতলী ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, নাত-কেরাত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা।
বিকালে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং কালামে রেজা পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রবিউল হোসাইন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী।
প্রধান বক্তা ছিলেন কধুরখীল ইসলামিয়া ফাজিল মাদরাসার মুদাররিস আবু নাছের জিলানি। রাশেদুল আলম ইফতির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, ইসমাইল সিকদার, সৈয়দুল হক কোম্পানি, আবুল হাশেম সিকদার, মোশারফুল হক, নাজিম উদ্দিন, ফারুক আহমদ, বাবর, সোহেল, মিজান, মিরাজ, মনজুর ইসলাম, রবিউল আলম, আকবর হোসেন, সাগর, জার্শেদ, তপু, দিপু, রানা, ফাহিম, রিমন সালাউদ্দিন, জিসান, পাভেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












