সারা দেশে ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেপ্তার

| শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫৬৬ জন গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫৬৬ জনকে। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছুরি ও একটি রামদা জব্দ করা হয়েছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়ে গরুর মৃত্যু
পরবর্তী নিবন্ধফটিকছড়ি শাহ্‌ মীর মুনিরীয়া দরবারে ওরশ কাল