দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৯ জনের। নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ২৪ জনের। তাদের মধ্যে ৪৩৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত এ রোগ। এক বছরে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেবল ২০১৯ সালে। আর ডেঙ্গুতে এত বেশি মৃত্যু আর কখনও দেখেনি বাংলাদেশ। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৮৩৪ জন ঢাকার এবং ১৩১৫ জন ঢাকার বাইরের। দেশের বিভিন্ন হাসপাতালে এখন ৯ হাজার ১৬৫ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৪০০২ জন ঢাকায়; ৫১৬৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি। এ বছর সবচেয়ে বেশি ২০৪ জনের মৃত্যু হয় জুলাই মাসে। এর আগে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।












