নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামসহ সারা দেশে আজ সোমবার অর্ধ দিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে বলে গতকাল রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংবাদ সম্মেলনে হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় বাম জোট। এর আগে হরতাল আহবানের পর গত ২৬ মার্চ পরিবহন মালিক-শ্রমিকদের যৌথসভায় সিদ্ধান্ত হয়েছিল, বাম জোটের হরতালে গণপরিবহন চলবে।
এদিকে হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা। এর পূর্বে বিকালে পুরাতন স্টেশন চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, সিপিবি দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক কানাইলাল দাশ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ, বাসদ জেলা সদস্য মহিন উদ্দিন, বাসদ নেতা রায়হান উদ্দিন।
বক্তারা বলেন, ‘মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার দাবি আজ সকল মানুষের। জনগণের এ গণদাবি নিয়ে বামজোট দেশব্যাপী এ হরতালের ডাক দিয়েছে। সরকারের পেটুয়া বাহিনীর হামলা-সন্ত্রাস উপেক্ষা করে দেশবাসীকে হরতাল সফল করতে হবে।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ বাজার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভেঙে দেয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, গ্রাম-শহরে সর্বত্র স্বল্পমূল্যে সর্বজনীন পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, টিসিবি’র ট্রাকের সংখ্যা ও পণ্যের পরিমাণ বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএস চালু করা, গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ, সরকারের দুর্নীতি-ভুলনীতি পরিহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আহূত হরতাল সফল করার আহ্বান জানান।