প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ কর্মী উজ্জ্বল শিকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল শুক্রবার বিকাল ৪টায় ফুলকি স্কুলের এ কে খান মিলনায়তনে কমরেড উজ্জ্বল শিকদার স্মরণসভা পরিষদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রথীন সেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সহসভাপতি প্রীতম চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভূঁইয়া, কোতোয়ালীর থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সভাপতি শাহ আলম, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আশিকুর জুয়েল, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী, কলরব সংঘের সাধারণ সম্পাদক অয়ন সেন গুপ্ত, খেলাঘর দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, খেলাঘর মহানগর কমিটির সহসভাপতি চন্দন পাল, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির প্রাক্তন সভাপতি ডা. আরিফ বাচ্চু, মিন্টু চৌধুরী ও রেখা চৌধুরী।
স্মরণসভায় বক্তারা বলেন, শোষণ–বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন কমরেড উজ্জ্বল শিকদার। তিনি সারা জীবন সাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন। প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা হিসেবে তিনি চষে বেড়িয়েছেন সর্বত্রই। চট্টগ্রামের তৃণমূল থেকে উঠে আসা একজন মাটির মানুষ। বর্তমান প্রগতিশীল আন্দোলনে এই রকম সর্বজন গ্রহণযোগ্য নেতার খুবই অভাব। প্রেস বিজ্ঞপ্তি।