সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে সমাবেশে বক্কর

| শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সারাদেশে নির্বাচনের শীতল হাওয়া বইছে। সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। দেশবিরোধী একটি দল বুঝে গেছে ভোটযুদ্ধে তারা বিএনপিকে মোকাবিলা করতে পারবে না। তাই তারা এখন ষড়যন্ত্রে নেমেছে কিভাবে নির্বাচন বিলম্বিত করা যায়। বিএনপির প্রতিটি নেতাকর্মী ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, চিকিৎসা, কৃষিখাতের উন্নয়নের মাধ্যমে বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি গতকাল শুক্রবার বিকেলে নগরীর দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগর পুলের সামনে চট্টগ্রাম৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর মিয়াখান নগর পুল থেকে শুরু করে বাদামতলী, ময়দার মিলের মোড়, বাদিয়ার টেক, ইসহাকের পুল এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, ইয়াছিন চৌধুরী আসু, ইউনুছ চৌধুরী হাকিম, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খাঁন, সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম, মহানগর যুবদলের সাবেক গণ শিক্ষা সম্পাদক জসিম উদ্দিন, বাকলিয়া থানা যুবদল নেতা সানাউল কাদের চৌধুরী সানি, জাকির হোসেন, মো. খলিল, ওয়ার্ড যুবদল নেতা মো. শরীফ, মো. জসিম, মো. পারভেজ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল সওদাগর, সদস্য সচিব শামীম আহমদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইদ, দেলোয়ার হোসেন, মহরম আলী, মো. জুনায়েদ, মো. শাকিল, মো. কালাম, শ্রমিক দল নেতা মো. বারেক, মো. বিল্লাল, মো. মিনহাজ, মো. দুলাল, ওয়ার্ড ছাত্রদল নেতা মো. রনি, মো. রাজু, মো. বিজয়, মো. রুবেল, মো. হৃদয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম শ্রেণির পৌরসভা হলেও সড়কের বেহাল দশা
পরবর্তী নিবন্ধমহানবীর (দ.) আদর্শ অনুসরণে নৈতিক ও আধ্যাত্মিক জীবনের উন্নয়ন ঘটে