সারাদিন ব্যাটিংয়ের লক্ষ্য ছিল মেয়ার্সের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

অভিষিক্ত দুই তরুণ ক্যারিবিয় ব্যাটসম্যান কাইল মেয়ার্স আর এনক্রুমা বোনারের দৃঢ়তায় জয় নিয়ে রূপকথা লিখেছে উইন্ডিজ। আর সেই রূপকথার নায়ক ছিলেন অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানো কাইল মেয়ার্স। ম্যাচ শেষে মেয়ার্স জানালেন তার লক্ষ্য ছিল সারাদিন ব্যাট করার। মেয়ার্স বলেন, ‘আমি আসলে লক্ষ্যের দিকে তাকাচ্ছিলাম না। আমি আমার পরিকল্পনা নিয়ে যতক্ষণ সম্ভব এগুনোর চেষ্টা করছিলাম, চেষ্টা করেছি স্কোরবোর্ডের দিকে না তাকাতে, যত বেশিক্ষণ পারা যায় ততক্ষণ ব্যাট করতে। আমার নিজের মধ্যে বিশ্বাস ছিল যে আমি সারাদিন ব্যাট করতে পারলে দল জয় পাবে।’ তিনি আরো জানান, ‘আমার কাছে এটি খুবই স্পেশাল। আমার সর্বোচ্চ স্কোর। এবং আমার প্রথম টেস্টে। তাই এটি আমার জন্য খুবই স্পেশাল। আসলে আমার ঘরোয়াতে বেশ কয়েকটি সেঞ্চুরি আছে। কিন্তু এটা আমার কাছে খুবই স্পেশাল। এটি আমার সর্বোচ্চ স্কোর। প্রথম শ্রেণীর ক্রিকেটে আমি এবারই এতক্ষণ ব্যাট করলাম। সুতরাং এটি আমার কাছে অনেক স্পেশাল যে আমি আমার প্রথম টেস্টেই ডাবল পেয়েছি।’ মেয়ার্স বলেন, ‘আমার পরিবার, বন্ধু, আমার এখানকার এবং ঘরের মাটিতে থাকা কোচদের যারা আমার ক্রিকেট ক্যারিয়ারে আমার সঙ্গে ছিল। আমি তাদের ধন্যবাদ দিতে চাই।’

পূর্ববর্তী নিবন্ধগোলাম রহমান স্মৃতি ক্রিকেটের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধউম্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করল সিজেকেএস