সারাজীবন ত্যাগের রাজনীতি করেছেন তপতী সেন

নাগরিক শোক সভায় নওফেল

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, ভোগ বিলাস বাদ দিয়ে ত্যাগের রাজনীতি করেছেন সাবেক কাউন্সিলর তপতী সেন গুপ্তা। রাজনীতিতে আদর্শিক নেত্রী হিসেবে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। মহানগর মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদিকা ও সাবেক কাউন্সিলর তপতী সেন গুপ্তার নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক, সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সাবেক এম.পি সাবিহা মুসা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক এড: বাসন্তী প্রভা পালিত, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক শোক সভা কমিটির সদস্য সচিব কাউন্সিলর জহর লাল হাজারী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাউন্সিলর রুমকি সেন গুপ্তা। বক্তব্য রাখেন কাউন্সিলর পুলক খাস্তগীর, রেহানা বেগম রানু, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী, জেসমিন পারভীন জেসী, শাহানা আক্তার রোজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়নে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধসিনেমার শুটিং হবে মহাকাশে