সারদা মিলকে লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় নগরের অভয়মিত্র ঘাট এলাকার সারদা মিলসকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পরিচালিত এ অভিয়ানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রে মারুফা বেগম নেলী। এদিকে অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে মাংসবিহীন দিবসে মাংস বিক্রি করার দায়ে কর্ণফুলী মার্কেটের সাত মাংস ব্যবসায়ীকে ২১ হাজার টাকা ও দেওয়ানহাট ওভার ব্রিজের নীচের রাস্তা দখল করে বাঁশ বিক্রি করায় এবং পোস্তারপাড় এলাকায় রাস্তার উপর টায়ার রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চারজনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক সমাজের জাতীয় পতাকা মিছিল আজ
পরবর্তী নিবন্ধসিএমপি স্কুল এন্ড কলেজের নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন