‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’– এই স্লোগানকে ধারণ করে মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, শারীরিক সক্ষমতা, মনোবল ও দলগত চেতনা গড়ে তুলতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জিনাত জাহান ও নাজমা চৌধুরী। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মধ্যে মৌলানা মুজিবুর রহমান, নার্গিস আক্তার, সুপ্তি দাশ বক্তব্য রাখেন। দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, দড়ি লাফ, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটকসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে ছাত্রীরা পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী এই চার হাউজে অংশগ্রহণ করে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন অভিজ্ঞতা হয়ে উঠেছে, যা তাদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক চেতনা গড়ে তুলতে সহায়তা করবে। প্রেস বিজ্ঞপ্তি।