সায়রা ছিদ্দিক আইডিয়্যাল স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গা মাইজপাড়া সায়রা ছিদ্দিক আইডিয়্যাল স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল গত ২১ সেপ্টেম্বর স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ তাহেরী।

বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ লোকমান, অর্থ সম্পাদক ছাবের আহমদ। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইসহাক, হাজী ফেরদৌস, মুহাম্মদ দিদারুল আলম, মনিরুজ্জামান শিপলু, আবু সালেহ মানিক, মোহাম্মদ ইব্রাহিম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন। শিক্ষক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমতিয়াজ হোসেন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আমানউল্লাহ, মোঃ মনিরুল আলম, মোঃ শাহিন প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিয় নবীজির জীবনাদর্শের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরিশেষে মিলাদ কিয়াম, দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা ছাত্রসেনার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আজ
পরবর্তী নিবন্ধআলকরণ যুবক সমিতির মতবিনিময় সভা