বাসদ
সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়ে সরকার দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। বৃটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই কর মাস্টারদা সূর্যসেন যে চট্টগ্রামকে স্বাধীন করেছিলেন, দেশের সেই চট্টগ্রাম বন্দর সরকার বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়ে জাতিকে সাম্রাজ্যবাদের কাছে অধীনস্থ করতে চাইছে– এর বিরুদ্ধে লড়াই করা সূর্যসেনের উত্তরসূরিদের অঙ্গিকার। জনগণকে ঐক্যবদ্ধ করে সেই লক্ষ্যে স্বৈরতন্ত্র ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাস্টারদা সূর্য সেনের ৯২ তম ফাঁসি দিবসে এমনই আহবান জানিয়েছেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ ও চট্টগ্রাম– ১১ আসনে বাসদ মনোনীত প্রার্থী আল কাদেরী জয়। গতকাল সোমবার বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের ৯২ তম ফাঁসি দিবসে জে.এম.সেন হল আবক্ষ ভাস্কর্যে বাসদ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশে তিনি একথা বলেন।
জেলা সদস্য হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা নাজিমুদ্দিন বাপ্পি, মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সদস্য সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে ৯২ বছর বছর আগে বৃটিশ সাম্রাজ্যবাদী শক্তি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাস্টারদা সূর্যসেন কে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে। বৃটিশ শাসকদের অত্যাচার, শোষণ ও বঞ্চনার নির্মম কষাঘাত থেকে মুক্তির স্বপ্ন নিয়ে জীবনপণ বাজি রেখে মাস্টারদা সূর্যসেন প্রীতিলতারা যে লড়াইয়ের সূচনা করেছিলেন তা এখনো শেষ হয়ে যায়নি। সমাবেশে বক্তারা পাঠ্যপুস্তকে বৃটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবীদের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহবান জানান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবসে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা। গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সূর্যসেন হল সম্মুখে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা ছাত্র ইউনিয়ন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ। নেতৃবৃন্দ মাস্টার দা সূর্য সেন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ সকল সহযোদ্ধার প্রতি শোক নিবেদনকল্পে ১ মিনিট নিরবতা পালন করেন।
মাস্টারদা সূর্য সেন স্মৃতিরক্ষা কমিটি
মাস্টারদা সূর্য সেন স্মৃতিরক্ষা কমিটি চট্টগ্রামের উদ্যোগে ফাঁসি দিবস স্মরণে জে. এম. সেন হল প্রাঙ্গণে গতকাল সোমবার মাস্টারদা সূর্য সেনের আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপস হোড়, হরিপদ চৌধুরী বাবুল, বিকাশ মজুমদার, সজল চৌধুরী, সাজিদুল হক হাসান, অ্যাড. সুমন সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাশ, সজীব দত্ত সৌরভ, অ্যাড. সুজন চক্রবর্তী, শাপলু মিত্র প্রমুখ।
বাসদ (মার্কসবাদী)
মাস্টারদা সূর্যসেন ও তাঁর সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদারের ৯২ তম ফাঁসি দিবসে নগরীর জেএমসেন হল চত্বরে গতকাল সোমবার সূর্যসেনের ভাস্কর্যে শ্রদ্ধাজ্ঞাপন করেছে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম–৯ আসনে বাসদ মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাড.শফি উদ্দিন কবির আবিদ, আসমা আক্তার, দীপা মজুমদার, পুষ্পিতা নাথ, নেভী দে, আবদুল্লাহ মুস্তাকিম প্রমুখ। এরপর চট্টগ্রাম জেলা কারাগারে অবস্থিত সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির মঞ্চে স্থাপিত ম্যুরালেও দলের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়।
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ
মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস উপলক্ষে জে.এম.সেন হল প্রাঙ্গণে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ইনচার্জ আল কাদেরী জয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন তপন ভট্টাচার্য্য। আলোচক ছিলেন কমরেড মৃণাল চৌধুরী, কমরেড অশোক সাহা, বীর মুক্তিযোদ্ধা সুরজিত সেন, সুভাষ দে,সৈয়দ শিবলী ছাদেক কফিল, মিটুল দাশ গুপ্ত, কমরেড সফি উদ্দিন কবির আবিদ, বিজয় শঙ্কর চৌধুরী, কমরেড দীপা মজুমদার, নুরুল হুদা, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, কমরেড আসমা আক্তার, অচিন্ত্য কুমার দাশ, সজল দাশ, কানুরাম দে, সুচিত্র গুহ টুম্পা, নিলয় দে। বক্তারা বলেন বিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একসূত্রে গাঁথা। বিপ্লবীদের পথ ধরে এদেশের মানুষ ১৯৭১ সালে সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ বির্নিমান করেন। যতদিন দেশে সংগ্রামী মানুষ থাকবে, ততদিন এই জনসমুদ্রে সূর্য সেন ও তারকেশ্বর অন্যতম প্রেরণা হয়ে চির জাগরুক থাকবে।
মাস্টার দা সূর্য সেন স্মৃতি
সংরক্ষণ পরিষদ
মাস্টার দা সূর্য সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে মাস্টার দা সূর্য সেনের ফাঁসি দিবসে জেএম সেন হলে আবক্ষ মূর্তিতে শ্রদ্বা নিবেদন করা হয়। অধ্যক্ষ তিলক বরণ দের সভাপতিত্বে ও সদস্য সচিব সুভাষ মুহুরীর সঞ্চালনায় স্মৃতি চারণ করেন কমিটির আহবায়ক অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, প্রবীর চৌধুরী, গৌরি শংকর চৌধুরী, মৃদুল চৌধুরী, রাজন সেন, পল্টু বিশ্বাস, তাপস সেন, সদীপ দে, সুশীল দে টুটু প্রমুখ। বক্তারা বলেন অবিভক্ত ভারত বর্ষে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতার পতাকা উড্ডীয়মান রেখেছিলেন সেই লড়াকু বিপ্লবীর নাম মাস্টার দা সূর্য সেন। বক্তারা দেশের ক্রান্তিকালে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের কাজে এগিয়ে আসার আহবান জন্য সকলের প্রতি আহবান জানান।
রাউজান
রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নায়ক বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার রাউজানের জন্ম ভিটায় স্মৃতি সৌধ ও ভাষ্কর্যে বিভিন্ন সংগঠনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৬ রাউজান আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার, রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ, মাস্টারদা সূর্যসেন কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন কালে মাস্টার দা’র জন্ম ভিটায় উপস্থিত ছিলেন বিজ্ঞান চেতনা পাঠাগারের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম বাবু, গণসংহতি আন্দোলন মহানগরের নির্বাহী সমন্বয়কারী মোরশেদ আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, জয়নাল আবেদীন জুবায়ের, কামাল উদ্দিন, শাহাদাৎ হোসেন সাজ্জাদ। উপজেলা সদরের মুন্সিঘাটাস্থ মাস্টারদা সূর্যসেন কমপ্লেঙ চত্বরে তার আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট আহবায়ক ত্রিফল চৌধুরী, পৌর কমিটি সহ সভাপতি তপন চৌধুরী, অরুন কুমার, বিশ্বাস, গৌকুল চৌধুরী, উল্লাস ধর, শংকর দে, সমীর চৌধুরী প্রমুখ।












