সাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন উজ্জ্বল শিকদার

স্মরণসভায় বক্তারা

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

কমরেড উজ্জ্বল শিকদার আমৃত্যু অসমপ্রদায়িক আদর্শ বিস্তারের জন্য পরিশ্রম করে গেছেন। চট্টগ্রামের তৃণমূল থেকে উঠে আসা একজন মাটির মানুষ। প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা হিসেবে তিনি চষে বেড়িয়েছেন সর্বত্রই। সকল শ্রেণি-পেশার মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। সারা জীবন সাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন। বর্তমান প্রগতিশীল আন্দোলনে এই রকম সর্বজন গ্রহণযোগ্য নেতার খুবই অভাব। উজ্জ্বলের মৃত্যুতে প্রগতিশীল আন্দোলনের অপুরণীয় ক্ষতি হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ যুব ইউনিয়নের উদ্যোগে কমিউনিস্ট পার্টি, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক কমরেড উজ্জ্বল শিকদারের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান খান রিয়াদ, সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য শিশির চক্রবর্তী, দক্ষিণ জেলার সভাপতি সনৎ বড়ুয়া, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য রেখা চৌধুরী, আরাফাতুল জান্নাত, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রোজি সেন, উজ্জ্বল শিকদারের ছোট বোন ঝুমকি শিকদার, প্রকাশ ঘোষ, আরিফ বাচ্চু, শেবাল আদিত্য, মিন্টু চৌধুরী, সেলিনা সুমি, প্রিতম দাশ, উজ্জ্বল শুক্লা দাশ, সুব্রত ধর মিঠু, রাশিদুল সামির, এ্যানি সেন, গোঁরচাদ ঠাকুর অপু, জামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্রিটেনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইউনিস
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে রাআপের সভা ও ছুফি বৈঠক