ইসলাম শান্তির ধর্ম। শান্তির এ জীবন–বিধান ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করেছে। জাহেলি যুগের সকল মারামারি, হানাহানি, রক্তপাত, রাহাজানির কবর রচনা করে বিশ্বব্যাপী শান্তির অমিয় বাণী পৌঁছে দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ইসলাম সমর্থন করে না। বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর জন্য কঠিন শাস্তির বিধান রেখেছে। ফতেয়াবাদ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটি ও ইসলামী ছাত্রসেনা ১২ নম্বর চিকনদণ্ডি ইউনিয়ন ও ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে গতকাল দুইদিন ব্যাপী ৪৪তম সুন্নি কনফারেন্সের সমাপনী দিবসে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
শাহসুফি মাওলানা ছালেহ আহমদ আনসারীর সভাপতিত্বে ও মুহাম্মদ ইমদাদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী। বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দীন, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, ঢাকা ইমামে আযম রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মাওলানা শহীদুল্লাহ্ বাহাদুর, ঢাকা গাউছুল আযম জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল মোস্তফা রহিম আযহারী, কাজী মাওলানা হারুন চৌধুরী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা সাইফুল আলম ফতেয়াবাদী, মাওলানা সৈয়দ মফজল আলম, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা সৈয়দ আকতার হোসাইন, মাওলানা আবু জাফর আশরাফী মাওলানা আলী আকবর, মাওলানা ঈসা আহমদ আনসারী, মাওলানা আবুল হাশেম, মাওলানা মাসুদ করিম চৌধুরী, মাওলানা সৈয়দুল আলম বাহারি, মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা ইসমাইল, মাওলানা ফোরকান, মাওলানা হাসান আলী, হাফেজ জাহেদুল ইসলাম, আনোয়ারুল আলম, আলী ফারুক চৌধুরী, মুহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।