সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন

মতবিনিময় সভায় শাহাদাত

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। একটি গোষ্ঠী ছাত্র জনতার বিজয়কে তথাকথিত দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। মিডিয়াতে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে তথ্য বিকৃতি করে উপস্থাপন করে গুজব ছড়িয়ে বিভিন্ন জায়গায় হামলা বা অপকর্ম করছে। স্বৈরাচার সরকার শেখ হাসিনা গত ১৬১৭ বছর ধরে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে। কাজেই এই সময়ে আমাদের সজাগ থাকতে হবে। এখনো আমরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে পাইনি। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাইনি।

কথা বলার অধিকার ফিরিয়ে পাইনি। আজকে বিজয়ের উষালগ্নে এসে কেউ হঠাকারি সিদ্ধান্ত নিবেন না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা সম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা চাই এই দেশ আমাদের সকলের, আমরা সকলেই এই দেশের নাগরিক।

তিনি গতকাল মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফন্ট চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে। সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এখন দেশকে বাঁচাতে হবে। এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফন্ট নেতা অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার সভাপতিওত্ব ও উজ্জ্বল বরন বিষ্ণয়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কমিশনার ইসমাইল হোসেন বালি, কল্যাণ ফ্রন্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আর কে দাস অপু, বাপি দে, কমল জ্যোতি বড়ুয়া, দীপক চৌধুরী কালু, রুবেল বড়ুয়া, অসীম বণিক, সঞ্জয় বিপ্লব চৌধুরী, রিপন দেব, সাজু দাস, সুকান্ত মজুমদার, জুয়েল বড়ুয়া, জীবন মিত্র, প্রান্ত বসাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ থানা পাহারায় বিএনপি নেতারা
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলো যা পারেনি তা করে দেখিয়েছে ছাত্রজনতা