সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হতে হবে

জয়দেব ভট্টাচার্য্য | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

বর্তমানে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে এবং এই সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলো ফেসবুক। আমাদের নিজেদের একটু অসতর্কতার কারণে এই ফেসবুক আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে ফেসবুক মেসেঞ্জারে কোনো অপরিচিত এক ব্যক্তি একটি লিংক পাঠিয়েছেন এবং কৌতুহলবশত সেই লিংকে ক্লিক করার সাথে সাথে স্কিনে ভেসে ওঠে ফেসবুকের মতো একটি পেজ। অসাবধানতাবশত কিছু বুঝে ওঠার আগেই সেই পেজে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন অনেকে। আর এতেই নিজের ফেসবুক আইডির নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। এবং এই হ্যাকাররা এই ফেসবুক আইডির বিনিময়ে হাতিয়ে নিচ্ছে টাকা। তাই এখনই আমাদের সতর্ক হতে হবে। অপরিচিত কোনো আইডি থেকে পাঠানো লিংকে প্রবেশ করবেন না। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও নিরাপত্তা নিশ্চিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে অনিয়ম রোধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
পরবর্তী নিবন্ধশিশুর সুষ্ঠু সামাজিকীকরণে অভিভাবকদেরকেই দায়িত্ব নিতে হবে