বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, শ্রেষ্ঠ নেতৃত্বের শ্রেষ্ঠ মডেল হলেন রাসুল মুহাম্মদ (সা.)। মানবজাতির ইতিহাসে তাঁর মতো আদর্শবান, ন্যায়পরায়ণ ও কল্যাণমুখী নেতৃত্ব আর নেই। তাঁর চরিত্রই সমগ্র বিশ্বের জন্য সর্বোত্তম পথনির্দেশ। মহানবী (সা.) দুর্নীতি, স্বার্থপরতা, ক্ষমতার অপব্যবহার ও অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন, তাঁর প্রতিটি পদক্ষেপই ছিল মানবতার মুক্তির জন্য। সমাজে সত্য, ন্যায়, শান্তি ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে নবীজির জীবন ও শিক্ষার অনুসরণ ছাড়া বিকল্প নেই।
গত ১৮ নভেম্বর জহুর হকার্স মার্কেটের পূর্ব চত্বরে ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দরকিল্লা ওয়ার্ডে আমির মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি শাহজাহান চৌধুরী। প্রধান ওয়ায়েজ হিসেবে তাফসির পেশ করেন শাইখ মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক, বিশেষ ওয়ায়েজ হিসেবে তাফসির পেশ করেন হাফেজ ক্বারী তাওহিদুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম আল কাদেরী। এতে আরো বক্তব্য দেন, কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










