লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুল মালেকের আর্থিক সহায়তায় একজন অসহায় রোগীকে চিকিৎসা সেবাপ্রদানকালে ৬ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। তাৎক্ষণিক লিও জেলা ৩১৫ বি৪ এর আওতাধীন ৪ টি লিও ক্লাবের প্রেসিডেন্ট রক্তদানের জন্য এগিয়ে আসেন এবং আরও ২ জন লিও রক্তদানের জন্য প্রস্তুত থাকেন।
রক্তদাতারা হলেন লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট ইমদাদুল ইসলাম, লিও ক্লাব অব চট্টগ্রাম মীরসরাইয়ের প্রেসিডেন্ট আসিফুল ইসলাম, লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলীর প্রসিডেন্ট সৌরভ বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগং মহানগরের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহেদ আলম ও করোনা মেডিসিন ব্যাংকের রেজাউল।
এ সময় উপস্থিত ছিলেন লিও ক্লাব চেয়ারম্যান (২০১৯–২০) লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন ও লিও জেলার ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আজিজ আলভি। রক্তদানের উপকারীতা নিয়ে লায়ন ডা. মেজবাহ উদ্দিন বলেন, বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য, রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিকল হয়ে যায়।নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। প্রেস বিজ্ঞপ্তি।












