আজ শহরে বৃষ্টি দারুণ
প্যাকপ্যাকে সব রাস্তা, হাট
স্যাঁতস্যাঁতে মন উত্তাপ নেই,
জল থৈ থৈ মনের ঘাট।
এমন দিনে কদম বনে
বাজে না আর বাঁশির সুর
কৃষ্ণ এখন ভার্সিটিতে,
রাধিকারও নেই নূপুর।
লুকোচুরির ধার ধারে না
এখন সবার মাইন্ড ওপেন
প্রেম বিলাসে নেইতো দেয়াল,
ভাবনা চিন্তা জাস্ট ফরেন।
মানের রশি যখন তখন
ছিঁড়তে পারে হুট করে
কারণ তেমন থাক বা না থাক,
তৈরী রাখো মনটারে।
আমি বলি শোন ওরে মন
খুঁজিস না আর মনের খোরাক
এই বরষা নিলাজ সময়,
এই বরষায় সামলে থাক।