সামর্থ্যবানদের উচিত গরিবের পাশে দাঁড়ানো : শাহাদাত

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, রাজনীতিবিদরা সবসময় জনগণের পাশে আছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাই আর্তমানবতার সেবায় ধনাঢ্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আজ দেশের মানুষ অসহায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বেসামাল হয়ে পড়েছে। প্রতিটি জিনিসের মূল্য আকাশচুম্বী। সাধারণ মানুষ আজ ঠিকমতো পেট ভরে দুবেলা ভাত খেতে পারছে না।

তিনি গত সোমবার ৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, সাধারণ মানুষ আজ অসহায়। চারিদিকে সবকিছুর ঊর্ধ্বগতি। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর দিদারুল রহমান লাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য মনজুরল কাদের মিন্টু, মহানগর বিএনপি নেতা মো. ইউসুফ, নাজমুল হাসান লিটু, সালাউদ্দিন, হারুন উর রশীদ চিনকি, আব্দুল মতিন দুলাল, মো. আবু, মো. সাদেক, দিদার, মুরাদ, এহসান আহমেদ সোহেল, শওকতুর রহমান, সাকিল, হাবিবুর রহমান হাবিব ও আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন ও লিও সদস্যদের মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে
পরবর্তী নিবন্ধকুমিল্লায় আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উত্তরা মোটর্সের ডিলার শোরুম উদ্বোধন