সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টকারীদের শক্তহাতে দমন করতে হবে

পূজা পরিষদের সাথে মতবিনিময়ে রেজাউল করিম

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৭:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় জেএমসেন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি রেজাউল করিম চৌধুরী বলেন, এ ভূখন্ডে বসবাসকারী ও বাংলাভাষী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা শেখ মুজিবের নেতৃত্বে ধর্ম নিরপেক্ষতা ও সাম্যতার ভিত্তিতে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন বুকে নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি। সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টকারীদের দমনের লড়াইয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মাঠে রয়েছি। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ দাশ অসিত। সাংগঠনিক সম্পাদক সজল দত্তের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাধন ধর, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, পুলক খাস্তগির, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, এডভোকেট নটু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট নিখিল নাথ, বাবুল ঘোষ বাবুন, বিপ্লব কুমার চৌধুরী, বিপু ঘোষ বিলু, প্রদীপ শীল, নটু কুমার ঘোষ, বিপ্লব সেন, দোলন দেব, এডভোকেট টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, দীপংকর দেবনাথ, এডভোকেট তপন কুমার দাশ, শ্যামল দাশগুপ্ত, চন্দন পালিত, নিউটন দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় মাহফিল
পরবর্তী নিবন্ধমানবতার সেবায় জীবনবাজি রেখে কাজ করছে গাউসিয়া কমিটি