সামপ্রদায়িক সমপ্রীতি বজায় থাকলেই টেকসই ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন সম্ভব

বংকিম চন্দ্র সংস্কৃত কলেজের বার্ষিক সম্মেলনে এরশাদ উল্লাহ

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর শাসনামলে হিন্দু ও বৌদ্ধ সমপ্রদায়ের শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভবিষ্যতেও বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রেখে সকল ধর্ম ও সমপ্রদায়ের উন্নয়নে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। নগরীর চান্দগাঁও মোহরা এম এস পার্কে অনুষ্ঠিত বংকিম চন্দ্র সংস্কৃত কলেজের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সম্মেলনের উদ্বোধক ছিলেন অসিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ড. লিটন আচার্য্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্ভু দাশ এবং সঞ্চালনায় ছিলেন বাপ্পি দে।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, বিএনপি সবসময় সামপ্রদায়িক সমপ্রীতি ও সৌহার্দ্যের রাজনীতিতে বিশ্বাস করে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই বিএনপির রাজনৈতিক দর্শন। তিনি বলেন, সামপ্রদায়িক সমপ্রীতি বজায় থাকলেই একটি টেকসই ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন সম্ভব। তিনি আরও বলেন, কালুরঘাট সেতু পুননির্মাণে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলেও নির্বাচিত সরকার না থাকায় কাজ শুরু করা সম্ভব হয়নি। আগামীতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে। সম্মেলনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধবুরহানী বিএসআরএম স্কুল ২০তম বর্ষপূর্তি উদযাপন