সামপ্রদায়িক সমপ্রীতি জাতিকে বিশ্বে সম্মানিত করে

সাতকানিয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে শ্যামল দত্ত

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

 

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, সামপ্রদায়িক সমপ্রীতি একে অন্যের প্রতি সহমর্মিতার মাধ্যমে একটি জাতি বিশ্বের কাছে উন্নত ও সম্মানিত জাতি হিসেবে আত্ম প্রকাশ করে। যখনই সমপ্রীতি বিনষ্ট হয়, তখন দেশের সম্মান ক্ষুন্ন হয়। তিনি গতকাল শনিবার সাতকানিয়া সদর কালীবাড়ি প্রাঙ্গণে সাতকানিয়া সনাতনী সমাজের উদ্যোগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাতকানিয়া দক্ষিণেশ্বরী কালী মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি উত্তম ধর অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিক। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. প্রদীপ কুমার চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রূপ কুমার নন্দী খোকন, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দাশ সুজন ও পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল। ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজীব কুমার ধর, ডা. বিপ্লব পালিত, বিকাশ দাশ, সৈকত পালিত রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের সভা
পরবর্তী নিবন্ধজেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিলো ‘কানেক্ট দ্য ডটস’