সামপ্রদায়িক সমপ্রীতি-চেতনা প্রবাহের ধ্বনি ‘অস্পৃশ্য’

গ্রুপ থিয়েটার উৎসবের সমাপনী

| বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১৭ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের সমাপনী দিনে গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় নাটক ‘অস্পৃশ্য’।

সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প অবলম্বনে শিবলু চৌধুরী নাট্যরূপায়িত এবং শোভনময় ভট্টাচার্য নির্দেশিত নাটকটিতে দেখা যায়, ১৯৪৬ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশভাগের প্রস্তুতিপর্বে উপমহাদেশ জুড়ে চলে সমপ্রদায়গত বিরোধের সর্বগ্রাসী আগুন। হিন্দুমুসলমানের ছন্নছাড়া অসহায় দুর্বিষহ জীবন উদ্বাস্তু হয়ে ভেসে থেকে মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষের হস্তক্ষেপে অবশেষে সংঘবদ্ধ হলেও পরিচয় দেয় কূপমণ্ডূকতার। তবুও ধ্বনিত হয় জয়গান মানবতার।

অভিনয়ে অংশ নেন জয় প্রকাশ চৌধুরী, সুশান্ত কুমার সেন, মুহাম্মদ শাহ্‌ আলম, উত্তম কুমার বিশ্বাস, নিলয় মুহাম্মদ, অভি ভট্টাচার্য, সৈকত নাথ, সুব্রত পাল ও অরোরা দেবী। এর আগে অনিরুদ্ধ মুক্তমঞ্চে নাট্যশিল্পী উপস্থাপনায় ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন খালেদ হেলালের সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল। এরপর পাপেট শো পরিবেশন করে ক্যানভাস পাপেট থিয়েটার ও সমবেত সঙ্গীত পরিবেশন করে সারগাম। অনুষ্ঠানে উৎসব ঘোষণা পাঠ করেন নাট্যজন শামসুল কোভিদ লিটন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেস্টিভ্যাল আলোকচিত্র প্রদর্শনী
পরবর্তী নিবন্ধবিনামূল্যে চিকিৎসা সেবা মহান মানবিক কার্যক্রম