সামপ্রদায়িক হামলা ও লুটপাট বন্ধের দাবি

চট্টগ্রামে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ

| শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারাদেশে সামপ্রদায়িক হামলা ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ও রাশিদুল সামিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি টিকলু কুমার দে, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাখারব হোসেন সেবক, সাবেক ছাত্রনেতা এ্যানী সেন, অনিরুদ্ধ দাশ, যুবনেতা নাবিলা তানজিনা, রুপন কান্তি ধর, ছাত্রনেতা অয়ন সেন গুপ্ত, ঋসু সাহা প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছে। কিন্তু এই স্বৈরাচারকে পতন ঘটানোর পর সারা দেশে সামপ্রদায়িক হামলা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মন্দিরপ্যাগোডামাজারভাস্কর্য ভাঙচুরঅগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য চলছে। সেই বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে। ছাত্রজনতার গণআন্দোলনে অর্জিত ‘অভূতপূর্ব বিজয়’ যেন হাতছাড়া না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়। এক সন্ত্রাসী ও লুটপাটকারীকে হঠিয়ে আরেক লুটপাটকারী ও প্রতিক্রিয়াশীলরা যেন ক্ষমতায় না আসে সেইদিকে সতর্ক হতে হবে। তার পাশাপাশি সাম্রাজ্যবাদী দোসরদের চক্রান্ত নসাৎ করতে হবে।

বক্তারা আরো বলেন, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তারা যেন অবিলম্বে সব ধরনের সহিংসতা প্রতিরোধ করে এবং সকল সামপ্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। সারা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সমপ্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সকল জনগণকে ভূমিকা নিতে হবে। জনগণের জানমাল রক্ষায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হয়েছে। দেশের ছাত্রযুবজনতাকে স্বৈরাচার ও সামপ্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুব ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজান মাল ও সংখ্যালঘুদের সম্পদ রক্ষা দেশপ্রেমিক জনতার দায়িত্ব
পরবর্তী নিবন্ধনৈরাজ্য প্রতিরোধ ও সামপ্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান