বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু গত শনিবার সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি লালখান বাজার ১৩ নম্বর ওয়ার্ড, পূর্ব মাদারবাড়ি, পশ্চিম মাদারবাড়িসহ বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ সময় বক্তব্যে তিনি বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির চমৎকার উদাহরণ বাংলাদেশ। আমরা সবাই এদেশেরই নাগরিক। এখানে কারো কোন বৈষম্য নাই, ভেদাভেদ নেই। দল মত নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে আছে। পরে ইসরাফিল খসরু ২৯নং মাদারবাড়ী ওয়ার্ডে বস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুর রহমান স্বপন শাহ আলম, মোঃ সালাউদ্দিন, জয়নাল আবেদীন, মনোয়ারা বেগম মনি, মশিউল আলম স্বপন, কাউসার আহমদ বাবু প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।