এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সবচাইতে সমালোচনা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে নিয়ে। আর সে সমালোচনার জবাব দিলেন শান্ত তার ব্যাটে। দুটি হাফ সেঞ্চুরি সহ দলের সেরা ব্যাটসম্যান শান্ত। শুধু তাই নয় এবারের বিশ্বকাপে সেরা ওপেনারদের তালিকায় উপরের দিকে তার অবস্থান। তারপরও শান্ত কৃতিত্ব দিলেন দলের বোলারদের। দেশে ফিরে এই ওপেনার নিজের তৃপ্তির কথা বললেন বিশ্বকাপে দলের বোলিং নিয়ে। পাশাপাশি এবারের বিশ্বকাপে পাওয়া দুই জয়ের আত্মবিশ্বাস আগামী আসরে কাজে লাগানোর কথাও জানালেন এই তরুণ।
নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে জেগে উঠেছিল বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। পাকিস্তানকে হারাতে পারলেই পাওয়া যেত সেমিফাইনাল খেলার টিকিট। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সম্ভব হয়নি সেটি। বোলাররা খানিকটা আশা জাগালেও সুপার টুয়েলভ পর্বেই শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। সংখ্যার বিচারে আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে সফল আসর কাটিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে তারা হারিয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। তবে হেরে যাওয়া তিন ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠেছে প্রকটভাবে। পুরো টুর্নামেন্টে লিটন দাস ও শান্ত ছাড়া আর কেউই পারেননি হাফ সেঞ্চুরি করতে।
অ্যাডিলেডে গত রোববার শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর সে রাতেই মেলবোর্ন হয়ে দেশের উদ্দেশে রওনা করেছিল বাংলাদেশ দল। মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্র চলে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সিঙ্গাপুর থেকে ভারতে গেছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে সোমবার রাত পৌনে ১১টা নাগাদ দেশে ফিরেছেন ক্রিকেটাররা। বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের সামনে বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন শান্ত। তিনি বলেন আমার মনে হয় বোলিং বিভাগ খুব ভালো ছিল। খুব ভালো করেছে প্রত্যেকটা ম্যাচে। আরেকটা জিনিস, আমরা দল হিসেবে ক্রিকেট খেলেছি। সবাই একসঙ্গে ছিলাম। একজনের খারাপ সময়ে সবাই পাশে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে প্রথম বিশ্বকাপ হিসেবে আমি এই জিনিসটা অনুভব করেছি।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব সরাসরি বলেছেন, এবার বিশ্বকাপ জিততে যাননি তারা। এর আগে দেশে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, তাদের লক্ষ্য মূলত পরের বিশ্বকাপ। শান্তও বললেন একই কথা। এবারের আসরের অভিজ্ঞতা পরেরবার কাজে দেবে বলে মনে করেন তিনি। এবার আমাদের আরও ভালো করার বড় সুযোগ ছিল। এটাই মাথায় থাকবে যে, সামনের বিশ্বকাপে এর থেকে ভালো যেন আমরা করতে পারি। আমাদের হাতে দুই বছর সময় আছে। আমরা সেভাবে নিজেদের প্রস্তুত করব। আর ওভাবে যদি অনুশীলন করি, সামনের বিশ্বকাপে আরও ভালো ফল করা সম্ভব।