অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় তাদের বিরুদ্ধে ৩৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার এবং ২৮১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১ এ গতকাল বৃহস্পতিবার সংস্থার উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাগুলো দায়েরের তথ্য দেন সংস্থার উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। এর আগে এদিন বিকালে বিফ্রিংয়ে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত কমিশনের সভায় অনুমোদনের কথা বলেছিলেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। খবর বিডিনিউজের।
আওয়ামী লীগ নেতা সাবেরের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, ঢাকা–৯ এর সাবেক সংসদ সদস্য, উপমন্ত্রী, মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া তার নামে থাকা ২১টি ব্যাংক হিসাবে ১৩০ কোটি ১৮ লাখ ২৬ হাজার ২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা এজাহারে বলেছে দুদক।
একই দিন দুদক সাবেরের স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধেও পৃথক মামলা করে। রেহানার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি স্বামীর সঙ্গে যোগসাজশে ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৩৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ৩টি ব্যাংক হিসাবে ১৫০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন করেন।
ঢাকা–৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের আওয়ামী লীগ সরকারের সবশেষ মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন। এর আগে ১৯৯৯ সালে তিনি প্রথমে নৌ–পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।