সাবেক ৪১ মন্ত্রী প্রতিমন্ত্রী এমপির সম্পদ নিয়ে দুদকে অনুসন্ধানের আবেদন

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাকারী মন্ত্রীপ্রতিমন্ত্রী ও এমপিদের সম্পদের উল্লম্ফনের যে তথ্য টিআইবি দিয়েছিল, তার ভিত্তিতে ওই অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন একজন আইনজীবী।

গত রোববার ওই আবেদন পাওয়ার কথা জানিয়ে দুদক সচিব সচিব খোরশেদা ইয়াসমীন বলেছেন, বিষয়টি এখনো যাচাই বাছাই কমিটিতে রয়েছে। দুদক এ বিষয়ে অনুসন্ধান করবে কিনা, তা যাচাই বাছাইয়ে ঠিক হবে। খবর বিডিনিউজের।

এই তালিকায় রয়েছে আওয়ামী লীগের সাবেক ১৮ মন্ত্রীপ্রতিমন্ত্রী, ২৩ সংসদ সদস্যসহ মোট ৪১ জনের নাম। তাদের সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে দুদক চেয়ারম্যানের কাছে অনুসন্ধানের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তিনি বলেন, তথাকথিত যে নির্বাচন হল, সেই নির্বাচনের আগে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল যাদের অনেকেই মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি ছিলেন, তারা যে হলফনামায় সম্পত্তির ঘোষণা দিয়েছে সেটি নিয়ে টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই তথ্য নিয়ে দৈনিক সমকাল একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উঠে আসে অনেকের সম্পত্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। হলফনামায় সব সম্পত্তির তথ্য সাধারণত সবাই প্রকাশ করে না। এরপরও যা প্রকাশ করেছে তা কমপক্ষে ২০০ শতাংশ এবং ২ লক্ষ ৪৩ হাজার ৫১৩ শতাংশ পর্যন্ত সম্পত্তি বৃদ্ধির তথ্য এসেছে।

বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথা তুলে ধরে এ আইনজীবী বলেন, সেসময় পত্রিকায় খবর এসেছিল দুদক এ বিষয় নিয়ে তদন্ত করবে, তখন আদালত থেকে আমাদেরকে অপেক্ষা করার জন্য বলা হয়। কিন্তু ছয় মাস সময় পেরিয়ে গেলেও দুদক ওই বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি। সেজন্যই আমরা দুদকে অভিযোগটি অনুসন্ধানের জন্য আবেদন করেছি।

দুদক কর্মকর্তারা বলছেন, এসব রাজনীতিবিদদের সম্পদের অনুসন্ধান করা হবে কিনা, তা নিয়ে আলোচনা হলেও ‘নানামুখী চাপে’ সেটি আর এগোয়নি।

ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের পাঠানো আবেদনে যেসব সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীর নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেনটিপু মুনশি, নসরুল হামিদ বিপু, সাধন চন্দ্র মজুমদার, আনিসুল হক, দীপু মনি, ডা. এনামুর রহমান, জাহিদ মালেক, তাজুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শাহজাহান খান, হাছান মাহমুদ, কামরুল ইসলাম ও হাসানুল হক ইনু।

এছাড়া সাবেক সংসদ সদস্যদের মধ্যে ঢাকা২০ আসনের বেনজীর আহমেদ, কুষ্টিয়া১ আসনের সরওয়ার জাহান, বগুড়াএর শরিফুল ইসলাম জিন্না, নাটোরএর শহিদুল ইসলাম বকুল, যশোরএর শেখ আফিল উদ্দিন, নওগাঁএর ছলিম উদ্দীন তরফদার, যশোরএর কাজী নাবিল আহমেদ, রাজশাহীএর এনামুল হক, মেহের আফরোজ চুমকী, নূর আলম চৌধুরী শাওন, শেখ হেলাল উদ্দীন, স্বপন ভট্টাচার্য, কাজিম উদ্দীন আহমেদ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মুহিবুর রহমান, মামুনুর রশীদ কিরন, জিয়াউর রহমানের নাম এসেছে এই তালিকায়।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে
পরবর্তী নিবন্ধতিন প্রকৌশলীকে পদায়ন, প্রতিবাদে সচিব বরাবরে ৭ কর্মকর্তার চিঠি