যশোর শহরের ষষ্ঠীতলায় বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন বলছেন, স্ত্রীর সাবেক স্বামী ও তার দলবলের হাতে খুন হয়েছেন আশরাফুল ইসলাম বিপুল নামের ২৫ বছর বয়সী ওই যুবক।
গতকাল শনিবার রাত ৮টার পর ষষ্ঠীতলার বসন্ত কুমার রোডে মোস্তাকের বাড়ির পাশে বিপুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। সে সময় বোমাও ফাটায় হামলাকারীরা। বিপুল একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে তিনি। খবর বিডিনিউজের।
পুলিশ জানায়, ছয় মাস আগে ষষ্ঠীতলা এলাকার সুমাইয়াকে বিয়ে করেন বিপুল। এর আগে একই এলাকার আব্দুল খালেকের ছেলে বাপ্পির সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়েছিল। কিন্তু বাপ্পি মাদকাসক্ত হওয়ায় সুমাইয়া তাকে তালাক দেন। পরে বিপুলের সঙ্গে সুমাইয়ার প্রেম হয় এবং তারা বিয়ে করেন।
বাপ্পি তখন থেকেই বিপুলকে খুন করার হুমকি দিয়ে আসছিলেন বলে আক্তার হোসেনের অভিযোগ। তিনি বলেন, তার ছেলেকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হুমকি দেওয়া হত। রাতে তিনি খবর পান, ষষ্ঠীতলায় ডেকে নিয়ে বিপুলকে হত্যা করেছে বাপ্পি। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ছেলের লাশ দেখতে পান। হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান তুষার বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিপুলকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। বুকে, পেটে, গলায়, হাতে ও পায়ের অসংখ্য স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। বিপুলের স্ত্রী সুমাইয়া আহাজারি করে বলছিলেন, স্বামীর হত্যার বিচার চান তিনি; জড়িতদের ফাঁসি চান।