খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান কাজী রিপনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাজী রিপন রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের কাজী রুহুল আমীনের ছেলে। তার বিরুদ্ধে প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলার সাজাসহ একাধিক মামলা রয়েছে। তিনি রামগড় পৌরসভায় টানা দুই মেয়াদে পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রামগড় থানার ওসি মো. মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিক্তিতে সাবেক মেয়র কাজী রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাজা পরোয়ানা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার সাবেক স্ত্রী’র দায়ের করা মামলায় আদালত তাকে এক বছরের সাজা দিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।