চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান ক্যাপ্টেন জহিরুদ্দিন মাহমুদ (৮০) আর নেই। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টা নাগাদ নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ এশা নামাজে জানাযা শেষে গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে তার দাফন সম্পন্ন হয়। জহিরুদ্দিন মাহমুদের মৃত্যুতে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।