সাবেক সচিব ভূঁইয়া সফিকুল গ্রেপ্তার, কারাগারে

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৫৭ পূর্বাহ্ণ

মঞ্চ ৭১’ এর অনুষ্ঠানের ঘটনায় ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে জামিন দেয়নি আদালত। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য দিয়েছেন। এদিন ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে সফিকুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর মো. আখতার মোর্শেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী লিটন মিয়া জামিন চেয়ে শুনানি করেন। খবর বিডিনিউজের।

তিনি আদালতে বলেন, সফিকুল ইসলাম কথিত মামলার সাথে কোনোক্রমে জড়িত না। যে ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি ঘটনাস্থলে ছিলেন না। হয়রানি করতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন বয়স্ক, অসুস্থ মানুষ। ‘মঞ্চ ৭১’ এর সদস্য না। ঘটনার সাথে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তার জামিন প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, সরকার উৎখাতে এ আসামিরা সেদিন জড়ো হয়েছিলেন। ৫ আগস্ট মঞ্চ করে তারা ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিতে আনতে চায়। তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তার জামিনের বিরোধীতা করছি। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে সফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব’
পরবর্তী নিবন্ধব্যাংক কর্মকর্তার গলায় ছুরি ধরে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ