সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চট্টগ্রামের ডিইএব। গত শুক্রবার রাউজানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) বিউবো চট্টগ্রাম শাখার উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন জানানো হয়। এ সময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্বরণ, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন ডিইএবি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক ও বর্তমান সভাপতি মো. সোহরাব হোসেন। এছাড়া ডিইএবের সহসভাপতি মো. সাজিদ, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, মো. অলিউল ইসলাম, মো. সজীব উদ্দিন, মো. ফরহাদুল ইসলাম, মো. আরাফাত হোসাইন, মো. আব্দুর রাজ্জাক, মো. জাকারিয়া, মো. আরাফাত হোসেন আকন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।