সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশে জেলা–মহানগর–উপজেলা–থানা সমূহের জাতীয় পার্টি পরিবার পৃথকভাবে অনুষ্ঠানের দিনটি পালন করবে।
এ উপলক্ষে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার যৌথ আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আজ বিকাল ৩টায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আবু তাহের সভাপতিত্ব করবেন। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে মসজিদ, মন্দির, গির্জায় দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের স্মরণসভায় যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।