সাবেক মেয়র সরওয়ার কামালের মনোনয়ন প্রত্যাহার

কক্সবাজার পৌরসভা নির্বাচন

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

কক্সবাজার পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র সরওয়ার আলমসহ একজন মেয়র প্রার্থী ও পাঁচ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা প্রত্যাহারপত্র জমা দেন। গতকাল দুপুরে সাবেক মেয়র সরওয়ার কামাল নির্বাচনে পরিবেশ না থাকায় প্রার্থিতা প্রত্যাহার করে নেন বলে জানান। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।

এছাড়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন, ৬ নম্বরে মোহাম্মদ শাহজাহান, ১১ নম্বরে সাইফুল ইসলাম ও রিদুয়ান রশীদ এবং ১২ নম্বরে শামীম আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন জানান, কক্সবাজার পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী ও পাঁচজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর এখন মেয়র পদে ৫ জন, ৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন এবং ১২টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী মাসেদুল হক রাশেদ ও তার স্ত্রী জোসনা হক, জগদীশ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহেদুর রহমান।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন কক্সবাজার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রত্যাহারের দিন ছিল গতকাল ২৫ মে, প্রতীক বরাদ্দ আজ ২৬ মে এবং ভোটগ্রহণ ১২ জুন।

১২টি ওয়ার্ড নিয়ে গঠিত কক্সবাজার পৌরসভার এবার মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। সর্বশেষ কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৫ জুলাই। নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী মুজিবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চাঙা হচ্ছে ১৪ দলীয় জোট
পরবর্তী নিবন্ধতিন বন্ধুর লাশ উদ্ধারের ঘটনায় রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৪