পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ রোড সংলগ্ন সাবেক মেয়র এম মনজুর আলমের নতুন বাড়ি এইচ এম ভবন চত্বরে উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ড ও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ইমাম মুয়াজ্জিনদের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রি বিতরণকালে মনজুর আলম বলেন, ‘আলেমগণ রাসুলের ওয়ারিশ। শেষ নবীর পর নবুয়্যতের দরজা বন্ধ হয়ে গেছে। আর মহানবীর (সা.) পর ইসলামের দাওয়াতের কাজ দেওয়া হয়েছে আলেমদের উপর। তাই প্রতি বছর আমরা আলেমদেরকে সম্মানিত করার মাধ্যমেই আমাদের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করি। এ সময় উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মোস্তফা-হাকিম কেজি এন্ড হাই স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব নেছার আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












