সাবেক মেয়র মনজুর আলমের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

| শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

খাজা আবদুল হাকিম শাহ্‌্‌ আল মাইজভান্ডারীর (.) সহধর্মিণী, সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের মাতা মোস্তফা খাতুনের ১৩তম মৃত্যুবার্ষিকী গত ২৪ মে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মোস্তফা খাতুনের আত্মার মাগফেরাত কামনায় ৫০১ জন মাদ্রাসার এতিম শিশু, ১০১ জন আলেম সকাল থেকে খতমে কোরআনেপাক, কছিদাএ বোরদা শরীফ, গাউছিয়া শরীফ ও খতমে খাজেগান, মিলাদ, কেয়াম ও দোয়া মাহফিল, কবর জেয়ারত, তবারুক বিতরণ এবং মিসকিনদের আপ্যায়নের মাধ্যমে পালিত হয়। এ সব আয়োজন করেন মোস্তফা হাকিম পরিবার। হযরত তৈয়ব শাহ (.) জামে মসজিদ, হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারী (.) মাজার প্রাঙ্গণ এবং এইচ এম ভবন অডিটরিয়ামে এসব কর্মসূচিতে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম অংশ নেন। কর্মসূচিতে অন্যদের মধ্যে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, ট্রাস্টি মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম এবং অন্যদের মধ্যে আবুল হোসেন, নাছির আহমদ, মোহাম্মদ ইব্রাহীম, লোকমান আলী প্রমুখ অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিউর রহমান। মোনাজাতে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি, আবদুল হাকিম মাইজভাণ্ডারী ও মোস্তফা খাতুনসহ মরহুমদের আত্মার মাগফেরাত, পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগরতলায় কৃতী নারী সম্মাননা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে