সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনজুর আলম পবিত্র ঈদুল ফিতরের নামাজ নিজ প্রতিষ্ঠিত হযরত তৈয়বশাহ্ (র🙂 জামে মসজিদে আদায় করেন এবং উপস্থিত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে তার পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র🙂 এবং মাতা মোস্তফা খাতুনের মাজার জেয়ারত, উত্তর আগ্রাবাদস্থ মুনছুরাবাদে দাদা ও দাদীর কবর, দেওয়ানহাটে নানা ও নানীর কবর, চৈতন্যগলিস্থ কবরস্থানে আত্মীয় স্বজনের কবর জেয়ারত করেন। পরে তিনি হযরত শাহ্ আমানত শাহ্ (র🙂 মাজার জেয়ারত শেষে নিজ এইচ এম বাসভবনে ছেলে সন্তান, নাতি–নাতনিদের সাথে নিয়ে আগত নানা শ্রেণি ও পেশার সর্বস্তরের নাগরিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পবিত্র ঈদের দিন থেকে টানা তিনদিন তার বাসভবনে আগত শত শত মেহমানদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ঈদ আনন্দ ভাগাভাগি করেন। ২৫ এপ্রিল সকালে তিনি তার কর্পোরেট অফিসে তাদের শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের আনন্দ বিনিময় করেন। ঈদ জামাত শেষে মুনাজাতে অংশ নিয়ে সাবেক এ মেয়র দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












