সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের এইচএম স্টিল ইন্ডাস্ট্রিজের সার্বিক ব্যবস্থাপনায় ও অর্থায়নে নগরীর অক্সিজেন চত্বরে নির্মাণ করা হবে গাউছুল আযম হযরত আহাম্মদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারী চত্বর।
সিটি কর্পোরেশনের অনুমোদনে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এ চত্বরটি। গতকাল এ চত্বরের নির্মাণ কাজ শুরু হয়। এইচ এম স্টিলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইয়াকুব আনুষ্ঠানিকভাবে চত্বর নির্মাণকাজের উদ্বোধন করেন।
এ সময় আর্কিটেক্ট ডিজাইনার মোহাম্মদ রাশেদ, পুলিশের পিআই মো. আলমগীর হোসেন, শাহাজাহান হোসেন, সুপার মো. ছৈয়দ, ঠিকাদারী প্রতিষ্ঠানের মো. ইউসুফ সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন অক্সিজেন মসজিদের ইমাম। প্রেস বিজ্ঞপ্তি।












