সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মায়ের ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের মাতা ফাতেমা জোহরা বেগম গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে, পুত্রবধূ, জামাতা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
মরহুমার নামাজে জানাজা গতকাল বাদ আছর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন, মরহুমার নাতি অধ্যাপক হাসিন আবরার। জানাযা শেষে মোমিন রোডস্থ কদম মোবারক জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। ফাতেমা জোহরা বেগমের ইন্তেকালে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
জানায়ায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, হুইপ শামসুল হক চৌধুরী, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী এমপি, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ সর্বস্তরের জনগণ। আ জ ম নাছির উদ্দিন জানাযায় উপস্থিত মুসল্লিদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন।
ফাতেমা জোহরা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চবি উপাচার্য প্রফেস ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ ইসমাইল খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর নুরুল আমিন, হজরত শাহ সুফি আমানত খান (রহ.) এর আওলাদ ও শাহজাদা সৈয়দ বেলায়েত উল্লাহ খান, আইইবি-চট্টগ্রাম কেন্দ্র, মহাগর যুবলীগ, বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পরিষদ, বিলস, পমা, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, ডা. ফয়সল ইকবাল চৌধুরী প্রমুখ। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা বিএনপির ১৫ ইউনিট কমিটি অনুমোদন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে নিখোঁজ পিতা-পুত্র, মিলল অন্য কিশোরের মরদেহ