সাবেক মেয়র সাঈদ খোকন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল সোমবার দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক ইব্রাহিম মিয়া। দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালাম বলেন, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। আবেদনের পক্ষে প্রসিকিউটর হিসেবে শুনানি করি। পরবর্তীতে আদালত শুনানি শেষে আদেশ দেন। খবর বিডিনিউজের।

আবেদনে বলা হয়, সাঈদ খোকন, শাহানা হানিফ ও জাবেদ আহমেদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। দেশের বর্তমান বাস্তবতায় তারা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা দরকার।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধএকেকজন ডিসি ৩০২ কমিটির সভাপতি