সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত মাদ্রাসায় ছাত্রদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব তাহের মনজুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা ও অন্যান্য ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফা হাকিম ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম রেজভী। এতে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বাদশা আলম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আবু তৈয়ব, মাওলানা শফিউর রহমান ও মাওলানা রিয়াজ হোসাইন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফারুক আজম বলেন, আমার পিতা সাবেক মেয়র শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে কলেজ, স্কুল, মাদ্রাসা,মসজিদ ও এতিমখানাসহ ১০৩টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমরা আমাদের দাদা ও পিতার দেখানো পথ ধরে মানবসেবায় নিয়োজিত আছি। তিনি বলেন খেলাধুলা শিক্ষার একটি অঙ্গ। ছাত্রদের মনমাসিকতা উৎকর্ষ সাধন, শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলা, শরীর চর্চা ও সহশিক্ষা অপরিহার্য। তিনি পাঠ্য বই এর পাশাপাশি নৈতিক শিক্ষার উপর জোর দিয়ে বলেন ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্পোর্টস কার্নিভাল
পরবর্তী নিবন্ধবিপিএলে শততম ছক্কার রেকর্ড গড়লেন তামিম