চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের আয়োজনে আহলে বাইতে রসুল (সা🙂 স্মরণে ১ মহররম থেকে শুরু হওয়া শোহাদায়ে কারবালা মাহফিল ৩০ মহররম সাবেক মেয়রের মোস্তফা হাকিম ভবনে খতমে কোরআনেপাক, দোয়া মাহফিল এবং আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
৩০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সমাপ্তিতে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, মুসলিম বিশ্বের আন্তর্জাতিক শোকদিবস শোহাদায়ে কারবালা দিবস। তিনি বলেন, কারবালার শিক্ষা হলো সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করা। এজন্য প্রয়োজন নবীপ্রেম, আহলে বাইতের প্রতি ভালোবাসা, ধর্মনিষ্ঠা, আত্নত্যাগ, দায়িত্ববোধ ও কর্তব্য পালন, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা। তিনি বলেন, ভোগে নয়, ত্যাগেই সুখের সন্ধান করা। জুলুম ও অন্যায় এর কাছে মাথানত না করা, সবসময় আল্লাহর উপর সম্পূর্ন ভরসা রাখা। সাবেক মেয়র মনজুর আলম আরো বলেন, আশুরা ও শোহাদায়ে কারবালা আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আত্মমর্যাদাবোধ জাগ্রত করে। সমাপনি কর্মসূচীতে দেশ ও জাতির শান্তি কামনা করে আল্লাহ দরবারে মোনাজাত করা হয়। এসময় মোস্তফা হাকিম পরিবারের সদস্য আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম,আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম সহ আলেম, ওলামা, হাফেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।