সেন্টমার্টিনে পর্যটকবাহী স্পিডবোট ডুবে ফিরোজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দুপুর দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থেকে ২৪ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট সেন্টমার্টিনের উদ্দ্যেশে রওয়ানা দেয়। সাগর উত্তাল থাকায় পথিমধ্যে যাত্রীসহ স্পিডবোটটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে অবস্থান নেয়। পরে দুপুর ১টার দিকে আবার সেন্টমার্টিনের পথে রওয়ানা দেয়। ৩৫ মিনিট পর সেন্টমার্টিনে পৌঁছার অন্তত ৩ কিলোমিটার আগে স্পিডবোট সাগরে ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধার বোট ঘটনাস্থল থেকে ২৪ জনকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়। এর মধ্যে ফিরোজা বেগমের (৫০) অবস্থা আশংকাজনক হলে সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ডেইল পাড়ার আব্বাস টাইঘারের স্ত্রী।