সাবেক মন্ত্রী মোশারফের এপিএস ফুয়াদের সাড়ে ৫ কোটি টাকার সম্পত্তি ক্রোক

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের তৎকালীন একান্ত সহকারী সচিব (এপিএস) এ এইচ এম ফুয়াদ (৫২)-এর ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ টাকা মূল্যমানের সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে ক্রোক হওয়া সম্পদের মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট ও ৩৮ দশমিক ৯৩৩ শতাংশ জমি। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মন্ত্রীর দায়িত্বকালীন সময়ে ফুয়াদ ফরিদপুরে ‘হেলমেট বাহিনী’ নামে একটি গ্রুপ গঠন করে। তাদের সহায়তায় তিনি এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত, শিক্ষা অধিদপ্তর, বিএডিসি, পাসপোর্ট অফিস, বিআরটিএ এবং রোডস এন্ড হাইওয়েসহ বিভিন্ন দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণে রাখতেন। এসব টেন্ডার থেকে নিয়মিত কমিশন গ্রহণ করে তিনি অবৈধ সম্পদ গড়ে তোলেন। পাশাপাশি সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে। খবর বাসসের। এতে আরও বলা হয়, ফুয়াদ নিজের নামে ছাড়াও প্রথম স্ত্রী ফারজানা ফুয়াদ, দ্বিতীয় স্ত্রী তাছলিমা আক্তার বাবলী ও দ্বিতীয় স্ত্রীর মা নাদিরা বেগমসহ বিভিন্ন জনের নামে উল্লেখযোগ্য পরিমাণ জমি ক্রয় করেন। এসব জমি তাঁর ভাই ও ভাগিনাসহ আত্মীয়দের দখলে রয়েছে। বেনামে বিলাসবহুল বাস কিনে পরিবহন খাতেও বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান শেষে সিআইডি বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪() ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরীর পাহাড়ে রাত ৭টায় স্ট্রিট লাইট না জ্বলার অভিযোগ
পরবর্তী নিবন্ধসংযোগ সড়ক হয়নি, অকেজো পড়ে আছে কালভার্ট