সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও তার স্ত্রী মে হ্লা প্রু’র বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন তাদের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন গতকাল রোববার দেয় বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বিরুদ্ধে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মিলেছে। এছাড়া তার ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুদক মহাপরিচালক আক্তার জানান, আরেক মামলায় বীর বাহাদুরের সঙ্গে তার স্ত্রী মে হ্লা প্রুও আসামি হচ্ছেন। এ মামলায় মে হ্লা প্রুর বিরুদ্ধে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে। পাশাপাশি ছয়টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ থাকছে। খবর বিডিনিউজের।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বীর বাহাদুর ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি বীর বাহাদুর দম্পতি এবং তাদের সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

বীর বাহাদুর ঊশৈসিং ১৯৯১ সালে বান্দরবান সংসদীয় আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের জুনের নির্বাচন থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত টানা ছয়বার সাংসদ হন। এর মধ্যে ২০১৪ সালের নির্বাচনে গঠিত সরকারে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। আর ২০১৮ সালের নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ সরকারে তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে ১৯৯৭ সালে হওয়া শান্তি চুক্তির আগে এ সংক্রান্ত সংলাপ কমিটির সদস্য ছিলেন বীর বাহাদুর।

পূর্ববর্তী নিবন্ধছিনতাই ও ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৮
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দুদকের পিপি হলেন তিন আইনজীবী