সাবেক মন্ত্রী তাজুল ও তার স্ত্রী ফৌজিয়ার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

বান্দরবানে স্থানীয়দের মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:২০ অপরাহ্ণ

বান্দরবানে ভূমিদস্যু সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলাম স্থানীয় অসংখ্য মানুষের জায়গা দখল করেছেনএমন অভিযোগে দখলীয় জায়গা পুনরুদ্ধার করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে দেরাজ মিয়া পাড়া, ফুইট্টা ঝিরি, টংগঝিরি, পূর্গা খোলা, প্রিয়শরীর এলাকার প্রায় শতাধিক পাহাড়ি বাঙালি নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বহিরাগত ভূমিদস্যু সাবেক মন্ত্রী তাজুল ইসলাম তার স্ত্রী ফৌজিয়া ইসলাম বর্তমানে আত্মগোপনে আছেন। কিন্তু তাদের স্বজন শাহ আলম মুকুল স্থানীয় সন্ত্রাসী মহাকাত আলী, শাহাব উদ্দিন, বাবুল, বেদু, দেলুয়ার, লিয়াকত, সোহরাব, রায়হান, শাহেব মিয়াসহ আরো কয়েকজনকে দিয়ে আমাদের জায়গায় থাকা ঘরবাড়ি ভাঙচুর করে এবং প্রতিনিয়ত জায়গা থেকে সরে না গেলে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, বিভিন্ন মামলার আসামি হওয়া সত্বেও এ সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রহাতে ঘুরে বেড়ায়। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এসময় তারা ভূমিদস্যু সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, স্ত্রী ফৌজিয়া ইসলাম ও তার স্বজন শাহ আলম মুকুলসহ সকল সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান। এসময় তারা আরো বলেন, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, তার স্ত্রী ও স্বজন শাহ আলম মুকুল লামার সরইয়ের দেরাজ মিয়া পাড়ায় ভুয়া কাগজ সৃষ্টির মাধ্যমে এসব অসহায় পরিবারের প্রায় ৫শ একরেরও বেশি জমি বেদখল করেছেন। তাই অতিসত্ত্বর এসব জায়গা উদ্ধার করে অসহায় পরিবারকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধকক্সবাজার পৌরসভার সাবেক মেয়রসহ ৭ জনের বিরুদ্ধে মামলা