সাবেক মন্ত্রী উবায়দুলসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

কারাগারে থাকা সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনদুদকের দুজন কর্মকর্তার আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন। নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী আরিফ মোস্তফা, তার স্ত্রী তাহেরা মোস্তফা, মেয়ে সুবর্ণা মোস্তফা ও ছেলে তাইফ মোস্তফা। উবায়দুল মোকতাদির ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ। খবর বিডিনিউজের।

অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাতে আবেদনে বলা হয়, উবায়দুল মোকতাদির ‘রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে’ বিপুল স্থাবরঅস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে দুদকের কাছে প্রতীয়মান হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেপ্তার